Bankura

Mar 18 2023, 16:37

তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল উবাচ


বাঁকুড়াঃ 'তিনি আমার রাজনীতির পথপ্রদর্শক নন। একজন স্ত্রীর কর্তব্য হিসেবে তাঁকে প্রাণে বাঁচাতেই আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম'। নাম না করেই 'প্রাক্তন' স্বামী, বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শনিবার বাঁকুড়া জেলা আদালতে ব্যক্তিগত কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে সুজাতা এদিন আরো বলেন, উনি সেই সময় 'নির্বাসিত' ছিলেন, তাই পথে নামা। তবে গত তিন বছর দু'জনে আলাদা থাকলেও তিনি রাজনীতিতে আছেন, আগামী দিনেও থাকবেন বলে জানান।

প্রসঙ্গত,  গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। বিষয়টি আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা পর্যন্ত গড়ায়।

এদিন অন্য এক প্রশ্নের উত্তরে সুজাতা মণ্ডল বলেন, রাজনীতি পুকুরের জল নয়, নদীর জলের মতো বহমান। তাই আগামী দিনে 'অনেক কিছুই ঘটতে পারে' বলে আভাস দেন।

তিনি একাধিকবার সংবাদমাধ্যমের কাছে 'প্রাক্তন' স্বামীর বিরুদ্ধে 'বিবাহ বহির্ভূত' সম্পর্কের অভিযোগ এনেছিলেন। এদিন ঐ বিষয়ে তাঁকে ফের প্রশ্ন করা হলে সুজাতা মণ্ডল বলেন, 'যে নারীরা মহিষাসূর মর্দিনী, যাঁরা সমাজের রক্ষক, যাঁদের জন্য নতুন প্রাণ পায় সেখানে 'বিষাক্ত' নারীদের কারো কারো জন্য সমগ্র 'নারী সমাজ কলুষিত হচ্ছে' এটা যথেষ্ট 'যন্ত্রণাদায়ক'। যে মহিলা স্বামীর বর্তমান বা বর্তমানে 'এম.পি ট্যাগ' দেখে 'অন্যের ঘরে ঢুকে পড়ে' তার চরিত্র নিয়ে তার সন্দেহ আছে বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 17 2023, 12:50

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে বাঁকুড়ায় ফের অস্বস্তিতে শাসক দল


বাঁকুড়াঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে ফের অস্বস্তিতে শাসক দল। নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে এবার বাঁকুড়ার সিমলাপালের লক্ষীসাগর স্কুল মোড় ও শিলাবতী নদীর মালুম ঘাট এই দুই জায়গায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের 'পাম্প হাউসে' তালা ঝোলালেন এলাকার সম্মিলীত প্রমীলা বাহিনী। শুক্রবার সকালে লক্ষীসাগরের শিবতলা, বৈষ্ণব পাড়া, তাঁতি পাড়া এলাকার মহিলারা ঐ দুই পাম্প হাউসে তালা ঝোলান।

  
ঐ এলাকার মানুষের অভিযোগ, গত কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়। আনুষ্ঠানিকভাবে জলসরবরাহের কাজ শুরু হয়, কিন্তু পর্যাপ্ত জল কোন দিন মেলেনি। এমন অনেক জায়গা আছে যেখানে শুরুর দিন থেকে এক ফোঁটাও জল পড়েনি। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও কোন কাজ হয়নি। আসন্ন গ্রীষ্মের মরশুম শুরুর আগে অবিলম্বে পর্যাপ্ত জল সরবরাহ শুরু না হলে এর 'প্রভাব' আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেই তাঁরা জানিয়েছেন।


স্থানীয় মানুষের বক্তব্যকে সমর্থণ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। দলের লক্ষীসাগর অঞ্চল কনভেনর জীবন দালাল। তিনি বলেন, এলাকায় জল সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। কিছু কিছু জায়গায় 'পাইপ সাজানো আছে'। যা হয়েছে তা মানুষের 'ক্ষোভের বহিঃপ্রকাশ' বলেও তিনি দাবি করেন।

    
এপ্রসঙ্গে লক্ষীসাগর অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু কোটালের দাবি, এলাকায় জলের বিশাল বড় কিছু সমস্যা নেই। মানুষ আমাদের সঙ্গেই আছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই জল সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 16 2023, 15:43

কেন্দ্র থেকে 'স্মার্ট ক্লাস' তৈরীর আবেদন জানানো হয়েছিল, দূর্ভাগ্যের বিষয় এরাজ্য থেকে ঐ ধরণের কোন আবেদন জমা পড়েনি' দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্


বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকার গুলির কাছে 'স্মার্ট ক্লাস' তৈরীর আবেদন জানানো হয়েছিল। দূর্ভাগ্যের বিষয় এরাজ্য থেকে ঐ ধরণের কোন আবেদন জমা পড়েনি'। দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় নিজের সাংসদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। ডাঃ সুভাষ সরকার এদিন আরো বলেন, যোগী রাজ্য উত্তর প্রদেশে ২০২২-২৩ অর্থবর্ষে ১৮ হাজার ৪৪৪ টি স্মার্ট ক্লাসের অনুমোদন মিলেছে। এর পাশাপাশি অবিজেপি শাসিত রাজ্য কেরালা, ওড়িশা, পাঞ্জাবও এএ স্মার্ট ক্লাস তৈরীতে এগিয়ে এসেছে। ব্যতিক্রম শুধু এরাজ্য। শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দূর্ণীতির পাশাপাশি এরফলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই রাজ্য সরকার নষ্ট করছে বলে তিনি দাবি করেন।

  অন্য এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, কলকাতা-বারানসী এক্সপ্রেস ওয়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়েছে, কেন্দ্রীয় খরচে তৈরী হবে তৃতীয় হুগলি সেতু। অন্যান্য রাজ্য গুলিতে ঐ প্রকল্পের কাজ শুরু হয়ে গেলেও এরাজ্যে এখনো জমি অধিগ্রহণের কাজ রাজ্য সরকার শুরুই করতে পারেনি বলে তিনি দাবি করেন।

  এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকা বাঁকুড়া জেলা পুলিশের 'অঙ্কুর' প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টিতে আমি প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলাম। স্কুল গুলিতে এভাবে শিক্ষক ঘাটতি মেটানোর চেষ্টা হয়েছিল। পরে রাজ্য সরকার সিভিক ভল্যান্টিয়ারদের দিয়ে পঠন পাঠনের সিদ্ধান্ত বদল করেছে মানেই ওনারা 'সিদ্ধান্তহীনতা'য় ভূগছেন বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 16 2023, 11:06

কারখানায় কর্মরত অবস্থায় 'ফার্নিসের ইলেকট্রন ফেটে' এক শ্রমিক গুরুতর আহত


বাঁকুড়াঃ কারখানায় কর্মরত অবস্থায় 'ফার্নিসের ইলেকট্রন ফেটে' জয়ন্ত নন্দী নামে এক শ্রমিক গুরুতর আহত, দাবি বিজেপির। গুরুতর আহত ঐ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও পরে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিজেপির বড়জোড়া মণ্ডল-১ সভাপতি গোবিন্দ ঘোষ এই খবর জানিয়ে বলেন, স্থানীয় মালিয়াড়া গ্রামের বাসিন্দা, বছর চল্লিশের জয়ন্ত নন্দী বড়জোড়া শিল্পাঞ্চলের একটি বেসরকারী কারখানায় কর্মরত ছিলেন। এদিন সকালে কর্মরত অবস্থায় 'ফার্নিসের ইলেকট্রন ফেটে' গুরুতর আহত হন। তাঁর শরীরের ৮০ শতাংশ ঝলসে গেছে।

কারখানা কর্তৃপক্ষের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে, একই সঙ্গে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলেও তিনি দাবি করেন। আহত ঐ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও পরে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Bankura

Mar 15 2023, 16:13

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার জঙ্গলে


বাঁকুড়াঃ ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার জঙ্গলে। বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ঠিক উল্টো দিকের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর নাগাদ বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের ঠিক উল্টো দিকের জঙ্গলে আগুন দেখা যায়। স্থানীয়রাই বিষয়টি তৎক্ষণাৎ বনদপ্তর ও দমকলে জানান। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বনদপ্তরের পাঞ্চেত ডিভিশনের বনাধিকারিক অঞ্জন গুহ সহ অন্যান্যরা।

Bankura

Mar 15 2023, 13:43

রাজনৈতিক সংঘর্ষ শুরু বাঁকুড়ার জয়পুরে


বাঁকুড়াঃ পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই রাজনৈতিক সংঘর্ষ শুরু বাঁকুড়ার জয়পুরে। এবার বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই-র জয়পুর দক্ষিণ লোক্যাল কমিটির সম্পাদক, সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আব্দুল গনিকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঐ ঘটনায় গুরুতর আহত ঐ বাম যুব কর্মী বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, ওইদিন রাতে জয়পুরের আঙ্গারিয়া বাজারে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ডি.ওয়াই.এফ.আই-র জয়পুর দক্ষিণ লোক্যাল কমিটির সম্পাদক, সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আব্দুল গনিকে তৃণমূলের কর্মীরা অতর্কিতে আক্রমণ করে ও তাকে ব্যাপক মারধোর করে। হাসপাতালে নিয়ে যেতেও তূমৃণমূলী দূবৃত্তরা বাধা দেয়। পরে মোটর বাইকে চাপিয়ে রাতেই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।




তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল বলেন, তৃণমূল বোম, গুলি, মারধোরে বিশ্বাস করেনা। রাজ্যে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠিত। আব্দুল গনিরা গড়বেতা থেকে 'বিতাড়িত' হয়ে এখানে মামা বাড়িতে এসে রয়েছে। এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরীর উদ্দেশ্যেই নিজেরাই এসব করছে বলে বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 14 2023, 15:51

গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা


বাঁকুড়াঃ শিক্ষকদের নিয়ে নানান অভিযোগের মাঝেই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার জঙ্গলমহল। গ্রামের স্কুলের শিক্ষকদের পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিভাবকরা।

কিন্ত এই ঘটনার পিছনের গল্পটা কি? জানতে হলে পিছিয়ে যেতে হবে মাত্র কয়েকটা দিন। গত ১০ মার্চ, শুক্রবার যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সামিল হয়েছিলেন সারেঙ্গার নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও। পরের দিন শনিবার শিক্ষকরা স্কুলে গেলে দেখেন মূল ফটকে চাবি দেওয়া। আগের দিন যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় কেউ বা কারা স্কুলের মূল ফটকে চাবি লাগিয়ে দেয় বলে জানা যায়। পরে সারেঙ্গা থানার পুলিশ গিয়ে ঐ চাবি খুলে দিলে স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়।

এই ঘটনার পর 'লজ্জিত' ঐ স্কুলের অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার স্কুলে গিয়ে ঐ কৃতকর্মের জন্য শিক্ষক শিক্ষিকাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁদের পূস্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। এবিষয়ে প্রধান শিক্ষক অজয় রাউৎ বলেন, ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বেশী ভালো লাগছে। কর্মজীবনের বাকি দিন গুলো সকলকেই নিয়েই তাঁরা চলতে যান বলে জানান।

গ্রামবাসী মিতুন দাস, শ্রীকান্ত দুলেরা বলেন, কয়েক জন দূবৃত্ত, অভিভাবক-গ্রামবাসীদের অনুমতি ছাড়াই স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিল। বিষয়টি যথেষ্ট নিন্দাজনক। এখানে শিক্ষক মশায়দের ব্যবহার ও পড়াশুনার পরিবেশ যথেষ্ট ভালো। তাই সেই ভুল বোঝাবুঝি দূর করতে গ্রামবাসী-অভিভাবক সকলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের কাছে তারা ক্ষমা চেয়েছেন বলে জানান।

Bankura

Mar 14 2023, 11:24

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতেও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করল বনদপ্তর


বাঁকুড়াঃ হাতি উপদ্রুত এলাকা গুলিতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতেও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করলো বনদপ্তর। পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গল পথ জুড়ে হুলা পার্টির সদস্যরা টহল দেবেন, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করেছে বনদপ্তর বলে জানা গেছে।

বনদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জ এলাকায় প্রায় ৮০ টি হাতি রয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তর বঙ্গে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যুর পর আরো বেশী সতর্ক বনদপ্তর।

বড়জোড়ার শীতলা বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র গোদারডিহি হাই স্কুলে। দীর্ঘ জঙ্গলপথ পেরিয়ে বনদপ্তর তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে। এই উদ্যোগে খুশী সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা বলেই জানিয়েছেন।

বনদপ্ওরের বেলিয়াতোড় রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বলেন, বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২২ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ঐ গাড়ি গুলি পরীক্ষার্থীদের যেমন নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে, তেমনি পরীক্ষা শেষে তাদের বাড়িতেও ফিরিয়ে আনবে বলে তিনি জানান।

Bankura

Mar 14 2023, 10:25

চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১৩৮ জন


বাঁকুড়া:চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৮০৪ জন, ছাত্রী ২১ হাজার ৩৩৪ জন। এবার ৬০ টি মূল ও ৩৯ টি উপকেন্দ্র সহ মোট ৯৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

একই সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের মতো এই জেলার পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ ঘিরে ১৪৪' ধারা জারি, ভেন্যু সুপার ভাইজার, সেন্টার সেক্রেটারী ও সেন্টার ইনচার্জ ছাড়া পরীক্ষার সঙ্গে যুক্ত বাকিরা সঙ্গে মোবাইল রাখতে পারবেননা বলে জানা

Bankura

Mar 13 2023, 16:08

আন্দোলনে 'পুলিশ কমিউনিটি ডেভেলম্যান্ট রিপ্রেজেনটিভ বাঁকুড়া'


বাঁকুড়াঃ সি.ডি.আর অর্থাৎ কমিউনিটি ডেভেলপম্যান্ট রিপ্রেজেনটিটিভদের 'যোগ্য সম্মান ও সাম্মানিকে'র দাবিতে এবার আন্দোলনে নামলো 'পুলিশ কমিউনিটি ডেভেলম্যান্ট রিপ্রেজেনটিভ বাঁকুড়া'। সোমবার ঐ সংগঠনের সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শণ ও ডেপুটেশন কর্মসূচীতে অংশ নেন।

আন্দোলনকারী ঐ সংগঠনটির তরফে বলা হয়েছে, আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি.ডি.আর তৈরী করেন। প্রথম দিকে সি.ডি.আর সদস্যদের যোগ্য সম্মান ছিল। মাসিক বৈঠকের পাশাপাশি রাজ্য পুলিশের ডি.জি-র মাধ্যমে আদিবাসী সমাজের অভাব, অভিযোগ, সমস্যা যথাস্থানে পৌঁছে দেওয়া যেতো। আর সেই সমস্যার সমাধান সি.ডি.আরের মাধ্যমেই হতো। তবে এখন সেসব অতিত। বর্তমানে ঐ সংস্থার গুরুত্বপূর্ণ শীর্ষ পদাধিকারীরা কেউ তাঁদের পদে নেই। এই অবস্থায় পূর্ণাঙ্গ সি.ডি.আর গঠন, প্রায় ১২০০ সদস্যদের সম্মান সাম্মানিক প্রদানের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।